খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

ঝিনাইদহে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা

গেজেট ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে মোটরসাইকেলে ধাক্কা লাগায় হাফিজুর রহমান (৪০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান মহেশপুর উপজেলার স্বরপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।

মহশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রত্যক্ষদর্শীদর বরাত দিয়ে জানান, রাত ৮টার দিকে হাফিজুর রহমান ইজিবাইক নিয়ে দত্তনগর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে কেশবপুর মাঠে পৌঁছালে সেখানে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলে সঙ্গে ধাক্কা লাগে। এরই জের ধরে মোটরসাইকেল চালক খালিদ হাসানের সঙ্গে হাফিজুরের বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে খালিদ হাসান কয়েকজনকে সঙ্গে নিয়ে হাফিজুর রহমানকে লাঠি দিয়ে মারধর করেন। এ সময় হাফিজুর রহমান আহত হলে তাকে ফেলে পালিয়ে যান তারা। সেখান থেকে হাফিজুরকে উদ্ধার করে জীবননগর উপজলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ধরতে অভিযান চলছে। অভিযুক্ত খালিদ হাসান কেশবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

‌‌‌খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!