খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

ঝিনাইদহে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ১২ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে লাইসেন্স ও ছাড়পত্রবিহীন ইটভাটায় অভিযান শুরুর প্রথম দিনই ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ রবিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদর দপ্তরের এনফোর্সমেন্ট টিমের ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন এর নেতৃতে সহকারী পরিচালক মো: হারুন অর রশীদ এ অভিযান পরিচালন করেন।

জানা যায়, আজ সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৮টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ নানা অভিযোগে জরিমানা ও উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় ৩টি অবৈধ ইটভাটা উচ্ছেদ ও ৫টি ইটভাটার মালিক কে ১২ লাখ ৩৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

যশোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: হারুন অর রশীদ বলেন, অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলমান থাকবে। চিমনি বসিয়ে মণকে মণ কাঠ পুড়িয়ে পরিবেশ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে তাই এসব ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো দরকার।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!