ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যা ব্যবসায়ীদের নিঃস্ব করে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ভোরের দিকে হঠাৎ একটি দোকানে আগুন দেখা যায়, যা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া দীপক হোটেলের মালিক বিএনপি নেতা তরিকুল ইসলাম জানান, আমার দুটি ঘর ছিল, দুটিই পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে দীপকের হোটেলসহ মুদি, ইলেকট্রনিকস ও অন্যান্য দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তারা এখন নিঃস্ব।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কমকর্তা রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তারা জানতে পেরেছেন। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
খুলনা গেজেট/এনএম