ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার হাইওয়ে থানা পুলিশের অনন্দ উদযাপন করা হয়েছে।
রোববার বিকেলে বারবাজার হাইওয়ে থানার নতুন ভবন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রচার করা হয়। এরপর কেক কাটা ও মিষ্টি মুখ করার মধ্য দিয়ে আনন্দ উদযাপন অনুষ্ঠান শুরু হয়।
বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মেজবাহ্ উদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সার্কেল আলী আহাম্মেদ হাসমি। তিনি বলেন ২০০৮ সালের পর থেকে বাংলাদেশের উন্নয়নে আমূল পরিবর্তন এসেছে। দারিদ্র্য অনেক কমেছে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এই প্রথমবারের মতো এ দিনটি আনুষ্ঠানিকভাবে অনন্দ উদযাপন করা হয়। তিনি আর ও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভায় পুলিশ সদস্য ছাড়াও বাস-ট্রাকের মালিকগণ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারন জনগনসহ মিডিয়াকর্মি ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেএম