যশোরের ঝিকরগাছায় পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে সাবমার্সিবল পাম্পযুক্ত ৭৪৮টি গভীর নলকূপ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা চত্বরে সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দীন নলকূপের সাবমার্সিবল পাম্প বিতরণ করেন।
ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, যশোরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নিছার আলী, শাহজাহান আলী, নিছার উদ্দীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ সহকারী প্রকৌশলী অন্তরা সরকার, জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পি, শামীম রেজা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা।
অনুষ্ঠানে উপজেলার ৭৪৮ জনের মাঝে আনুষ্ঠানিকভাবে গভীর নলকূপের সাবমার্সিবল পাম্প হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/এনএম