খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

ঝিকরগাছায় বিএনপির প্রয়াত দূুই নেতার স্মরণ সভা ও দোয়া মাহফিল

ঝিকরগাছা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সদ্যপ্রয়াত বিএনপি নেতা মরহুম নুরুজ্জামান খাঁন বাবুল ও বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মরহুম মশিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) আসর নামাজ বাদ অনুষ্ঠিত দোয়া ও স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খাঁন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক হারুণ অর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, শহিদুল ইসলাম, মরহুম নুরুজ্জামান খাঁ বাবুলের একমাত্র ছেলে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশফাকুজ্জামান খাঁন রনি, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে সদ্য প্রয়াত উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুজ্জামান খাঁন বাবুল ও বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মশিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনা ও গুরুতর অসুস্থ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাজমুল বাকার ও নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা লিয়াকত আলীর সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মোবারক শাহ্ জামে মসজিদের ইমাম হাফেজ মুশফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আলী হোসেন মদন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার শহিদুল ইসলাম, মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন সুজন, হুমায়ুন কবীর, রাশেদুল মমিন সুজন, আরমান হোসেন কাকন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী আব্দুস সাত্তার, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক প্রচার সম্পাদক গোলাম কাদের বাবলু, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টু, কৃষকদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার, বিএনপি নেতা আয়ুব হোসেন পন্ডিত, রুস্তম আলী, খাইরুজ্জামান মিনু, আশরাফুজ্জামান আশা, আমজাদ হোসেন, আব্দুল মাজিদ, সরদার শাহাজান আলী, তবিবর রহমান, রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান প্রমুখ।

এর আগে সকাল ১১ টায় উপজেলার পায়রাডাঙ্গা সাহারা জামান আফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুম নুরুজ্জামান খাঁন বাবুলের কবর জিয়ারত করেন উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!