খুলনা, বাংলাদেশ | ২২ আশ্বিন, ১৪৩১ | ৭ অক্টোবর, ২০২৪

Breaking News

  সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান গ্রেপ্তার
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২২৫
  পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলমের নিয়োগ বা‌তিল : পররাষ্ট্র মন্ত্রণালয়
  সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেলেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী রিয়াজ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

স্বাস্থ্য প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ রিয়াজ হোসাইন। তার প্রতিষ্ঠিত ঔষধ বিষয়ক তথ্য সম্পর্কিত অনলাইন প্ল্যাটফর্ম ‘ক্লিয়ার কনসেপ্ট’ উদ্ভাবন ও যোগাযোগ ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড পান।

গত শনিবার (১৮ নভেম্বর) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এ বছর সারা দেশে ছয়টি ক্যাটাগরিতে তরুণদের ১২ টি সংগঠনকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বশেমুরবিপ্রবি শিক্ষার্থী মোঃ রিয়াজ হোসাইন এর সংগঠন ‘ক্লিয়ার কনসেপ্ট’ দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ২৫০ জনের বেশি সক্রিয় সদস্যকে নিয়ে নিশ্চিত করবো সঠিক এবং নিরাপদ ঔষুধের ব্যবহার এই স্লোগানকে ধারণ করে ২০১৯ সাল থেকে স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে।

জয় বাংলা এ্যাওয়ার্ডে পুরস্কৃত হওয়ার পর মিরাজ হোসাইন বলেন, প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করি মহান আল্লাহ তাআলার প্রতি তার অশেষ রহমতে এবং আমার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অর্জন। আমি আরও ধন্যবাদ জানাই আমার মা, বাবা বড় ভাই, বোন এবং সকল শিক্ষক এবং আমার ডিপার্টমেন্টের সবার প্রতি।

এই অর্জনের পিছনে ছিল আমাদের অক্লান্ত পরিশ্রম, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ হীরক শেখ ভাইয়ের প্রতি। তিনি আমাকে তার সাথে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে ওনার অক্লান্ত পরিশ্রমেই আজকের এই Joybangla Youth Award 2023 আমরা পেয়েছি। সারা বাংলাদেশের ৭০০+ সংগঠনের মধ্যে আমরা innovation and communication ক্যাটাগরিতে এওয়ার্ড অর্জন করি। আমি বলবো এদেশের তরুনরা দেশের সাধারণ মানুষের জন্য যেন কিছু উপহার দিতে পারে। আমরা স্বাস্থ্য বিষয়ে ঔষধ সম্পর্কে মানুষের ভুল গুলো নিয়ে কাজ করি। যেখানে পেশেন্ট কাউন্সিলিং, এন্টিবায়োটিক রেসিস্টেন্স, ড্রাগ ইন্টারেকশন, নারী স্বাস্থ্য এবং কমিউনিকেবল ডিজিজ গুলো নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করে মানুষের কাছে পৌঁছে দেই। আমাদের পেইজে প্রায় দুই লাখ মানুষ রয়েছে। তাছাড়াও এই ঔষধ কেনো খাবো গ্রুপে জয়েন হয়ে ফ্রিতে যেকোনো ঔষধ, রোগ সম্পর্কিত তথ্য জানতে পারবেন।

উল্লেখ্য, তারুণ্যের বৃহত্তম প্ল্যাটফর্ম ইয়াং বাংলা ২০১৫ সাল থেকে প্রদান করে আসছে জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড। এর আগের ছয় আসরে ১৪৫ তরুণদের নেতৃত্বাধীন সংগঠনকে সম্মানিত করা হয়েছে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!