বঙ্গবন্ধু কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছিলো সাকিব-রিয়াদের মতো তারকাদের নিয়ে গড়া জেমকন খুলনা। তবে দ্বিতীয় ম্যাচে রাজশাহীর কাছে হেরে বসে। এবার তৃতীয় ম্যাচে মাঠে নামছে খুলনা। শনিবার দিনের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ প্রথম ম্যাচে জয় পাওয়া গাজী গ্র“প চট্রগ্রাম। দুপুর দেড়টায় মিরপুর শের এ বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সবচেয়ে শক্তিশালী দল ধরা হচ্ছে জেমকন খুলনাকে। অথচ মাঠে দলটির পারফরম্যান্স খুব একটা সুখকর নয়। প্রথম ম্যাচে আরিফুল হকের ব্যাটিং দূঢ়তায় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে খর্ব শক্তির দল মিনিস্টার গ্র“প রাজশাহীর বিপক্ষে ৬ উইকেটের পরাজয় বরণ করে নিতে হয়েছে তাদের। দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরম্যান্সে তাই অসন্তুষ্ট খুলনার কোচ মিজানুর রহমান। সামনের ম্যাচ গুলোতে অভিজ্ঞ ক্রিকেটাররা তাদের স্কিল অনুয়ায়ী পারফর্ম করবে বলে আশাবাদী তিনি।
টুর্নামেন্ট শুরুর আগে থেকেই খুলনার দল নিয়ে বেশ আলোচনা হয়েছে। ওয়ানডে বিশ্বসেরা অলাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে টি-টোয়েন্টি অধিনায়ক মাহামুদউল্লাহ রিয়াদ, অন্যদিকে ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম-আল আমিন হোসেনদের মত জাতীয় দলে খেলা অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন এই দলে। যা তাদের নিঃসন্দেহেই টুর্নামেন্টের বাকি দল গুলো থেকে এগিয়ে রাখবে।
এদিকে টুর্নামেন্ট শুরুর আগে যতই সমালোচনা হোক না কেন নিজেদের প্রথম ম্যাচে সেসব উড়িয়ে দিয়েছে গাজী গ্র“প চট্টগ্রাম। আর দ্বিতীয় ম্যাচেও তাই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে মোহাম্মদ মিঠুনের দল।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও গাজী গ্র“প চট্টগ্রামের লক্ষ্য থাকবে ঠিক আগের ম্যাচের ন্যয় তুখোড় এক কম্বিনেশন নিয়ে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়।
খুলনা গেজেট/এএমআর