জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে জালাল উদ্দিন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে আক্কেলপুর স্টেশনের হাস্তাবসন্তপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বসে থাকতে থাকতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। নিহত জালাল উদ্দিন বগুড়ার সোনাতলা পৌর এলাকার আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে লুঙ্গি ও গেঞ্জি পরা এক ব্যক্তি হাস্তাবসন্তপুর রেলগেটে এসে ঘোরাঘুরি করছিলেন। এ সময় তিনি রেলগেটের মোহাম্মদ আলী নামক এক দোকানদারের কাছে গিয়ে কখন ট্রেন আসবে তা জানতে চান। দোকানদার ব্যস্ত থাকায় তার কথার উত্তর দেননি। কিছুক্ষণ পর তিনি দোকান থেকে ১০-১৫ গজ উত্তর দিকে গিয়ে রেললাইনের পাশে বসে পড়েন।এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ঈদ স্পেশাল-১৫ ট্রেনটি ধীরগতিতে আক্কেলপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিল। ট্রেনটির চারটি বগি যাওয়ার পর ওই ব্যক্তি রেললাইনে মাথা পেতে দেন। এতে মুহূর্তেই তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
মোহাম্মদ আলী বলেন, ওই ব্যক্তি সকালে রেলগেটে ঘোরাঘুরি করছিলেন। কখন ট্রেন আসবে তা আমাকে জিজ্ঞাসাও করছিলেন। ব্যস্ততার কারণে তার কথার জবাব দেইনি। প্রায় আধাঘণ্টা পর দেখি দুই নম্বর লাইনের পাশে লোকটি বসে রয়েছেন। এ সময় একটি ট্রেন রেলস্টেশনে ঢুকছিল। ট্রেনটির চারটি বগি যাওয়ার পর লোকটি রেললাইনে মাথা পেতে দিয়ে আত্মহত্যা করেন।
আক্কেলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, নিহত ব্যক্তির কোমড়ে পাওয়া মুঠোফোন থেকে কল করে পরিচয় নিশ্চিত হয়েছি। নিহতের চাচাতো ভাই আরিফ মুঠোফোনে আমাকে জানিয়েছেন, জালাল উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঈদের তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। এর আগেও কয়েকবার নিখোঁজ ছিলেন। কিছুদিন পর আবার বাড়িতে ফিরেছিলেন।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, আক্কেলপুর রেলস্টেশনের পাশে হাস্তাবসন্তপুর রেলগেটে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম