খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীকে উন্নত চিকিৎসার জন্যে সোমবার (১৩ মে) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৬ মে উচ্চআদালতের জামিনে মারাত্মক অসুস্থ অবস্থায় কারামুক্তির পর খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল; সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের অভিযোগে রাজনৈতিক প্রসহনের মামলায় খুলনা জেলা কারাগারে বন্দী অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলেও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীকে সুচিকিৎসা দেয়নি কারাকর্তৃপক্ষ।
জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর আশু সুস্থ্যতা কামনায় পরিবারের পক্ষ থেকে খুলনা তথা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। গত ৭ মে খুলনা বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতে বলেছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী কারাভ্যন্তরে হৃদরোগে আক্রান্ত হলেও সুচিকিৎসার ব্যবস্থা না করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন জেল সুপার ও জেলার।
সোমবার ইউনাইটেড হাসপাতালে ভর্তির সময় তার সাথে উপস্থিত ছিলেন জিয়া ফাউন্ডেশন’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও এ্যাব’র ঢাকা সেন্টারে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মাহবুব আলম, ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম বাবু ও রূপসা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদ হোসেন মল্লিকসহ পরিবারের সদস্যরা।
চিকিৎসকদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর বিএনপি নেতা মনিরুল হাসান বাপ্পীর হৃদযন্ত্রে শতভাগ ব্লক শনাক্ত করেন চিকিৎসকরা। ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে উন্নত চিকিৎসার জন্যে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি বুঝে যেকোনো মুহূর্তে এসএম মনিরুল হাসান বাপ্পীর হৃদযন্ত্রে অস্ত্রপচার করার প্রয়োজন হতে পারে; তাই খুলনা তথা দেশবাসীর কাছে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রণাঙ্গণের সাহসী যোদ্ধার জন্যে দোয়া প্রার্থনা করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।
প্রসঙ্গত্ব, গত ২৪ এপ্রিল উচ্চআদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হলে জেলা ও দায়রা জজ আদালত খুলনার বিচারক মাহমুদা খাতুন জামিন শুণানী শেষে জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিাংল হাসান বাপ্পীসহ ৩০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
খুলনা গেজেট/কেডি