ঐক্যবদ্ধভাবে জেলা বিএনপির সম্মেলন শেষ করতে আহ্বায়ক ও সদস্য সচিবকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। গত ৯ মে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।
এর মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর প্রতি কেন্দ্রের স্বীকৃতি পুনব্যক্ত করা হলো। একই সঙ্গে দলের এই দুই নেতার বিরুদ্ধে অনাস্থা প্রকাশে যুগ্ম আহ্বায়কদের তৎপরতাও ভন্ডুল হয়ে গেল।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল উপজেলা কমিটি নিয়ে জেলা বিএনপির গৃহদাহ শুরু হয়। এই সুযোগে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু নিজেকে ভারপ্রাপ্ত আহ্বায়ক দাবি করে কমিটি বাতিলের ঘোষণা দেয়। একই সঙ্গে ১২ জন যুগ্ম আহ্বায়ক কেন্দ্রে চিঠি পাঠিয়ে শীর্ষ দুই নেতার প্রতি অনাস্থা জানায়।
কিন্তু কেন্দ্র থেকে চিঠি দিয়ে আহ্বায়ক ও সদস্য সচিবকেই সঠিকভাবে সম্মেলনের দায়িত্ব দেওয়া হলো।
গত ৯ মে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২০২২ সালের ৫ খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন হয়। জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিটের কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে জেলা কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত করতে পারেননি। দ্রুত সম্মেলন সম্পন্ন করতে হবে।
আহ্বায়ক ও সদস্য সচিবকে জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেন এবং সকলে ঐক্যবদ্ধভাবে আগামী কাউন্সিল ও সম্মেলন দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করবেন।
খুলনা গেজেট/এইচ