খুলনার ব্যক্তি মালিকানাধীন মহসেন জুটমিলের শ্রমিক-কর্মচারীদের পিএফ, গ্রাচুইটিসহ চুড়ান্ত পাওনা পরিশোধে দাবিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইউসুফ আলীর সাথে বৈঠক করেছে শ্রমিক প্রতিনিধিরা। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে মহসেন জুটমিল শ্রমিক কলোনিতে শ্রমিক জনসভা করবে আন্দোলনরত শ্রমিকরা। এরআগে, গত ২৬ জুলাই জেলা প্রশাসক, মালিকপক্ষ ও শ্রমিকদের ত্রিপক্ষীয় বৈঠকে এক মাসের মধ্যে বিল পরিশোধের সিদ্ধান্ত হয়েছিল।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইউসুফ আলী শ্রমিকদের বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিক-কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে স্পষ্ট বলে দেয়া হয়েছে। এরপরও যদি মিল মালিক পাওনা পরিশোধ না করে; তাহলে শ্রমিকদের মাথার ঘাঁম পা ফেলে উপার্জিত অর্থ আদায়ের ব্যাপারে জেলা প্রশাসকের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে। এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন মিলের সিবিএ নেতাদের কারনে আজ সাধারন শ্রমিকদের এ দুর্দশা।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, কাগজী ইব্রাহিম, ইঞ্জিল কাজী, ক্বারী আছহাব উদ্দিন, মহসেন জুটমিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, আমির মুন্সি, আবু জাফর, খলিল খন্দকার, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেক, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, আবজাল হোসেন, আনোয়ার হোসেন, আলতাফ ফকির, শেখ আবদুল্লাহ, আমজেদ ও মান্নান। এদিকে, আগামীকাল শুক্রবার বিকেলে মহসেন জুটমিল শ্রমিক কলোনিতে শ্রমিক জনসভার কর্মসূচি ঘোষনা করেছে আন্দোলনরত শ্রমিকরা।
খুলনা গেজেট/এআইএন