খুলনা জেলা প্রশাসক কার্যালয় (ডিসি অফিস) ঘেরাও কর্মসূচী সফলের লক্ষ্যে শনিবার বিকেল ৫টায় খালিশপুর শিল্পাঞ্চল, লিবার্টি ও চিত্রালী এলাকায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের পক্ষ থেকে গণসংযোগ ও প্রচারপত্র বিলি এবং পথসভা করা হয়।
পথসভায় বক্তারা বলেন, ‘বন্ধকৃত পাটকলগুলো রাষ্ট্রীয় মালিকানায় চালু, আধুনিকায়ন করা, অবসরপ্রাপ্ত ও কর্মরত সকল শ্রমিকদের বকেয়া পাওনা এককালীন পরিশোধসহ ১৪ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। ৫০ হাজার স্থায়ী ও অস্থায়ী শ্রমিকসহ তাদের পরিবার এবং পাটশিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের বিপন্ন জীবন-জীবিকার নিশ্চিত করতে হবে।’
এসময়ে উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহবায়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, টিইউসি জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি সনজিত মণ্ডল, ছাত্র ফেডারেশন মহানগর সম্পাদক অনীক ইসলাম, ছাত্র ইউনিয়ন জেলা সদস্য জয় দাস, শ্রমিকনেতা নূরুল ইসলাম, আবুল হাসেম, কাজী মাহামুদ মিন্টু, শহীদুল ইসলাম, রুস্তম আলী মোল্লা প্রমুখ।
অপরদিকে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর এক প্রস্তুতিমূলক আলোচনা সভা রাত সাড়ে সাতটায় সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, পরিষদের যুগ্ম আহবায়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, যুব ইউনিয়ন মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু, ছাত্র ফেডারেশন মহানগর আহবায়ক আল আমিন শেখ প্রমুখ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এনএম