খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  দুর্নীতি ও আমলাতন্ত্র দেশে ব্যবসায় পরিবেশ নিশ্চিতের অন্যতম বাধা : সিপিডি
  সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ময়ূর নদের ওপর আধুনিক ও দৃষ্টিনন্দন ব্রিজ নির্মা‌ণের ওপর গুরুত্বা‌রোপ

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সেপ্টেম্বর মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনলাইনে জুম প্রযুক্তির মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভায় প্রধান অতিথি সিটি মেয়র বলেন, ‘নগরীর শেরে বাংলা রোড চার লেনে উন্নীত করণের চলমান কাজের ক্ষেত্রে ঐ এলাকা দিয়ে নগরীর পানি অপসারণের জন্য প্রস্তাবিত ড্রেনেজ ব্যবস্থা আরও উন্নত করতে সিটি কর্পোরেশনের পরিকল্পনার সাথে সমন্বয় প্রয়োজন। গোলচত্ত্বর রাস্তার চারপাশে পানি অপসারণের ব্যবস্থা করতে হবে। ময়ূর নদের ওপর ২০১৩ সালে নির্মিত অপরিকল্পিত ব্রিজ নদের পানি প্রবাহ বাঁধাগ্রস্তের পাশাপাশি নগরীর সৌন্দর্য নষ্ট করছে। নতুন ব্রিজের পরিবর্তে ময়ূর নদের ওপর আধুনিক ও দৃষ্টিনন্দন ব্রিজ স্থাপন করা দরকার।’

এছাড়া নির্মাণাধীন বিভাগীয় শিশু হাসপাতালের রাস্তা নির্মাণে ভূমি অধিগ্রহণ বিষয়ে সভায় ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ হতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণে রোগীর নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ সুষ্ঠুভাবে চলমান আছে। সদর হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানুলা স্থাপনের কাজ এগিয়ে চলেছে। প্রত্যেক উপজেলায় অক্সিজেন ব্যাংক স্থাপন করে রোগীদের সহজে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

আমদানি বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে খুলনার বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে সভায় জানানো হয়।

দেশের একমাত্র জেলা হিসেবে খুলনায় সরকারের ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন হওয়ার এর সাথে যুক্ত ইউএনও, খাদ্য বিভাগসহ সকলকে সভা হতে ধন্যবাদ জানানো হয়।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান প্রমুখ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!