আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামিম শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মোংলায় স্থানীয় সাংবাদিকদের সাথে সরকারি পরিদর্শন বাংলো পারিজাতে মতবিনিময় করেছেন।
এসময় তিনি বলেন, আমাদের মুল লক্ষ্য হচ্ছে জুলাই-আগস্টে সারাদেশব্যাপী যে গণহত্যা চলেছে, সেই বিচারকে ত্বরান্বিত করা। সেই বিচারের যে এভিডেন্স আছে তা সংরক্ষণ করা। আমরা ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশের ডিসিকে চিঠি পাঠিয়েছি। এ তথ্য তাঁজা থাকা অবস্থায় তারা যেন এগুলো প্রেরণ করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সার্বিক খোঁজ খবর নিতে মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলায় আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আদালতের এ প্রসিকিউটর। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে বলেও জানান তিনি।
আহত ও নিহতের পরিবারকে তিনি স্বান্তনার পাশাপাশি শহীদ তালিকায় নাম অন্তর্ভুক্ত ও সাহায্য-সহযোগীতা প্রদাণে রাষ্ট্রের পক্ষ থেকে আশ্বস্ত করেন।
খুলনা গেজেট/এএজে