খুলনা, বাংলাদেশ | ১১ ফাল্গুন, ১৪৩১ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা
  কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলা
  এস কে সুর চৌধুরীর স্ত্রী ও মেয়ের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ
  রাজধানীতে ছাত্রী হোস্টেল থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  চ্যানেল ওয়ান সম্প্রচারে বাধা নেই : আপিল বিভাগ

জুলাই অভ্যুত্থানের ‘শহিদদের’ প্রথম গেজেট প্রকাশ

গেজেট ডেস্ক 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর শহিদদের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে। বুধবার (১৫ জানুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটে শহিদদের মেডিকেল কেস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ গেজেটে সারা দেশে ৮৩৪ জন শহিদের নাম উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকের নামের পাশে তাদের মেডিকেল কেস আইডি অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা গেছে, শহিদ ও আহতদের ক্ষতিপূরণ দেয়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’ গঠনের পরিকল্পনা করেছে। এই অধিদফতর শহিদদের ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করবে। গেজেটে উল্লেখিত শহিদদের সংখ্যা ৮৩৪ এবং আহতদের সংখ্যা প্রায় ১৫ হাজার।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানায়, সরকারের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গত ২১ ডিসেম্বর শহিদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছিল। এরপর, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর, ১৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে শহিদ ও আহতদের তালিকা প্রস্তুত করার জন্য। যাচাই-বাছাই শেষে বুধবার শহিদদের নামের প্রথম গেজেট প্রকাশ করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের গেজেট প্রকাশ করা হয়েছে এবং যাচাই-বাছাই করে ৮৩৪ জনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!