আরাজি ডুমুরিয়া গ্রামে এক জুট মিল শ্রমিককে (২৫) গণধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আসামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
এদিকে ভিকিটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।
মামলা সুত্রে জানা যায়, গত সোমবার রাতে ডুমুরিযা সদরের আরাজি ডুমুরিয়া গ্রামে আজিজ মোড়লের বাড়ির পাশে মাছের ঘেরের ভেড়িতে নিয়ে এক জুট মিল শ্রমিককে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গত বুধবার রাতে ৪ জনকে আসামি করে ডুমুরিয়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। ওই মামলায় আরাজি ডুমুরিয়া গ্রামের মুজিবর রহমান মোড়লের ছেলে আব্দুর রব মোড়ল এবং রফি মোড়লের ছেলে রেজাউল মোড়লকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে গ্রেফতার দুই আসামিকে আদালতে হাজির করা হয়। আদালতে তারা নিজেদের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
তিনি আরও বলেন, আজ সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।