প্রভু, তোমার সকল মহিমা অপার সৌন্দর্যভরা পৃথিবী
প্রচুর শোভায় আসমান জমিন, বৃক্ষরাজি আকাশ
চাঁদতারা, সুরুজ, সুন্দর নক্ষত্ররাজি।
নয়নাভিরাম প্রকৃতি, সবুজ বৃক্ষে জ্বালানো আগুনে
কতো মহিমা দৃশ্যমান।
বিশ্বজগত তোমারই নিয়ামতে ভরা অপূর্ব প্রাচুর্যে গড়া
সুন্দর সৃষ্টিকুল তোমারই মহৎ দান।
আকুল ফরিয়াদ, অনুগ্রহে, প্রভু (তিনি) করেন অবারিত দান।
নেক কাজে, উত্তম পুরস্কার, রিযিক দৌলত অফুরান।
নেক আমল, নেক কাজ ও পুণ্য অর্জনে যিনি ব্যতিব্যস্ত এই
জীবন যাপনে। প্রভু, সমুচ্চ মর্যাদা দিয়েছেন মোমেনে।
আখেরাতে সকল সুখ, বেহেশত কানন তাঁর প্রিয়জনে,
রাসূলের (সা:) আদর্শে পুণ্য-জীবন গড়িতে সালাত কায়েমে
জীবন হোক ধন্য পবিত্র মাহে রমযানে।
সকল হিংসা বিদ্বেষ ভুলে, কৃচ্ছতা সংযম সাধনে
কলুষমুক্ত জীবন গড়িতে-মহান প্রভুর ডাকে সদা
যেন থাকি মশগুল নিয়ত আরাধনে।
ত্রিশ রোজায় মাগফিরাত, রহমত কামনা, সংযম সাধনে।
পার্থিব জীবনের সকল ত্রুটির চাই ক্ষমা, প্রার্থনায় গোনাহের
চাই মাফ কায়মনে অশ্রুসজল নয়নে, প্রভুর সনে।
এ জীবন কাটাতে চাই নতুন শপথে, নতুন স্বপ্নে
রিসালাতের আনুগত্যে, তৌহিদের বিশ্বাসে,
একান্ত নিবিষ্ট মনে আল্লাহ রাসূলের (সা:) গুণগানে।
খুলনা গেজেট/এনএম