জীবননগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে চার জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৮)। রবিবার (১৩ জুন) দুপুর ২টা ৩০মিনিটের সময় উপজেলার নতুন তেতুলিয়া গ্রামের বটতলা নামক স্থান থেকে তাদের আটক করেন।
আটককৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাটে জেলার রয়েন্দা থানার দক্ষিণ রাজাপুর গ্রামের মজিবুর কাজীর ছেলে তুহিন কাজী (৩২), ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার মহেশকান্দি গ্রামের ছমেদ হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (২৪), বরগুনা জেলার পাথরঘাটা থানার জালিয়াঘাটা গ্রামের আব্দুল হকের ছেলে মান্নান (৩৫) এবং খুলনা জেলার রূপসা থানার দেয়ারা গ্রামের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ আলী (৫১)।
বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত জীবননগর বিওপির সদস্যরা রবিবার দুপুরে জীবননগর উপজেলার নতুন তেতুলিয়া গ্রামের বটতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের অপরাধে চারজন বাংলাদেশী নাগরিকে আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত চার বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।