খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ

জীবননগরে লাইসেন্স না থাকায় দুই বেকারিকে জরিমানা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে বিএসটিআই লাইসেন্স ছাড়া ও অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদন করার অপরাধের ২টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে বেকারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অপরিস্কার, অপরিচ্ছন্ন, নোংরা, অস্বাস্থ্যকর, খাবার উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকার অপরাধে শাপলা ফুড এর মালিক আবুল বাশার ২৫হাজার টাকা এবং নুরুন্নাহার বেকারি এর মালিক শেখ সরোয়ারকে ২৫হাজার টাকা সর্বমোট ২টি প্রতিষ্ঠানকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযান সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই এর পরিদর্শক নাঈর আউসাফ রহমান এবং জীবননগর থানা পুলিশ সদস্যরা।

জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!