খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

জীবননগরে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

জীবননগর প্রতিনিধি

ঈদের পরে বিধি নিষেধের দ্বিতীয় দিন পার করছে সীমান্তবর্তী জীবননগর উপজেলার মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় এই কঠিন সিন্ধান্ত নিয়েছে সরকার। আর এর ধারাবাহিকতায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে জীবননগর উপজেলা প্রশাসন। প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও বিধিনিষেধ অমান্য করেও নানা অজুহাতে বাহিরে আসছেন এক শ্রেণীর মানুষ।

শনিবার (২৪ জুলাই) বেলা ১২টার থেকে ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রস্ট আরিফুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রস্ট মোঃমহি উদ্দীন। এতে সহযোগিতা করেন পুলিশ, বিজিবি সদস্যরা।

এ সময় মোবাইল র্কোট পরিচালনা করে ১৮টি মামলা দন্ড বিধি ১৮৬৫ সালের ২৬৯ ধারার অপরাধে জরিমানা ২০ হাজার পাঁচ শ’ টাকা, সড়ক পরিবহন ৩ টি দন্ড বিধি ৫ টি ও হোটেল ১ টি এছাড়া মাস্ক বিহীন অহেতুক ঘোরাঘুরি করার অপরাধে জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী আফিসার আরিফুল ইসলাম বলেন, লকডাউনের মধ্যে বিধিনিষেধ অমান্য করেও নানা অজুহাতে যারা বাহিরে আসছেন, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। এ সময় তিনি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না আসারও অনুরোধ করেন এবং কঠোর লকডাউনে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!