যশোরের জীবননগরে ভারতীয় রুপার অলংকারসহ বিজিবি’র হাতে এক পাচারকারী আটক হয়েছে৷ শনিবার (২৭শে নভেম্বর) সকালে পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহাঙ্গীর আলম (৪৩) উপজেলার নতুনপাড়া গ্রামের আশকার আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত জীবননগর বিওপি’র হাবিলদার আমিরুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট টহল দল শনিবার সকাল ৮টা ৫০ মিনিটের সময় জীবননগরের ইসলামী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপরে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেল যোগে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির মোটরসাইকেলের পিছনে বামপাশের হুকের সাথে বাধা অবস্থায় থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ১১ কেজি ৯৯৯ গ্রাম ভারতীয় রুপার অলংকার উদ্ধারপূর্বক মোটরসাইকেলসহ তা জব্দ করা হয়।
এ ঘটনায় একই গ্রামের বাবলু মিয়ার ছেলে শাহীন আলম (২২) এবং গোলাম রসুলের ছেলে জহুরুল ইসলাম (১৯)-কে পলাতক দেখিয়ে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিকে জীবননগর থানায় সোপার্দ ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা গেজেট/ টি আই