চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার পৌরসভার ২নং ওয়ার্ড নারায়ণপুর গ্রামে ওই ছাত্রীর বাড়িতে পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকন। এ কাজে তথ্য দিয়ে সহযোগীতা করেন স্থানীয় শিকড় কল্যাণ সংস্থা।
জানা যায়, ইউএনও শিকড় কল্যাণ সংস্থার মাধ্যমে জানতে পেরে বিয়ে বাড়িতে পুলিশ পাঠান। পুলিশ দেখে মেয়ের পরিবার এবং অন্যরা বাড়ি থেকে পালিয়ে যান। পরে মেয়েটির পরিবারের পক্ষ থেকে কাউন্সিলর জয়নাল আবেদীন ১৮ বছর আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছেড়ে দেন।
খুলনা গেজেট/ টি আই