চুয়াডাঙ্গার জীবননগরে গভীর রাতে চারটি দোকানে লক্ষধিক টাকার মালামাল চুরি হয়েছে। এতে সাধারণ ব্যবসায়ীরা দুশ্চিন্তায় পড়েছে। শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের মোল্লা নিউ মার্কেট, হক সুপার মার্কেট ও হাসপাতাল রোডে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, পৌর শহরের মোল্লা নিউ মার্কেটে তৃষা জুয়েলার্সে দোকানের সাটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দোকানে থাকা পনেরো আনা স্বর্ণালঙ্কার চুরি করে নেয়। যার বর্তমান বাজার মূল্য ৬৯ থেকে ৭০ হাজার টাকা। একই মার্কেটের জলি ফ্যাশন ও হক সুপার মার্কেটে জাহানারা ক্লথ ষ্টোরের দোকানে সাটার ভাঙ্গলেও এ দুটি দোকান থেকে কোন কিছু চুরি করতে পারেনি। তবে হাসপাতাল রোডের বৈশাখী স্টোরের সাটার ভেঙ্গে ক্যাশে থাকা ১৫০ টাকা এবং চারটি গ্যাসের চুলা চুরি করেছে।
তবে সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, জীবননগর একটি ব্যবসায়ীক এলাকা এতবড় একটা বাজার, কোন কমিটি নেই। যার ফলে প্রায়ই ভোগান্তিতে পড়ছে ব্যবসায়ীরা। ঘটছে চুরি, রাতে পুলিশ ও নাইট গার্ড থাকা শর্তেও এমন ঘটনা প্রায় ঘটেই চলেছে। তাদের দাবি অতি দ্রুত বাজার কমিটি গঠন করা। তাহলে হরহামেশাই এমন ঘটনা ঘটবে না বলে তারা মনে করেন।
তৃষ্ণা জুয়েলার্সের মালিক মৃত অলক কুমারের শালা বলেন, রাতে দোকান বন্ধ করে বাসায় যায় সকালেই পাশের দোকানদার আমায় ফোন দিয়ে বলে তোর দোকানে চুরি হয়েছে। তাৎক্ষনিকভাবে দোকানে পৌঁছে পুলিশের সহযোগিতা দোকান খুলে দেখি ড্রয়ার ভেঙ্গে পনেরো আনা সোনা চুরি করে নিয়েছে। আমার দুলাভাই মারা যাওয়ার পর দোকান আমি নিয়ে কিছু দিন যাবৎ ব্যবসা করছি এর ভিতরে আমার এতবড় ক্ষতি হলো।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, চুরির সত্যতা পাওয়া গিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছি। চুরি হওয়া মালামাল উদ্ধারের পাশাপশি চোর চক্রদের অতি দ্রুত আটক করা হবে।
খুলনা গেজেট/এনএম