খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ আট কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির
  বিশ্বকাপ বাছাই : মার্টিনেজের ভলিতে পেরুর বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা
খুলনায় বিএনপির ৮ দিনের কর্মসূচি

জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তর এঁর ৪১তম শাহাদাৎ বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে ঘাতক চক্রের ষড়যন্ত্রে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান। শোকের সাগরে আচ্ছন্ন হয় গোটা জাতি।

শুধু বাংলাদেশের কোটি জনতাই নন, জিয়ার মৃত্যুতে শোকাহত হন বিশ্ব নেতৃবৃন্দ। রাজধানীর শেরে বাংলা নগরে মরহুম জিয়াউর রহমানের জানাজায় লাখো মুসল্লির অংশগ্রহণ ছিল স্মরণকালের বৃহত্তম।

জিয়াউর রহমানের মৃত্যুর পর তার সহধর্মীনি বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। তার নেতৃত্বে বিএনপি তিন দফায় দেশ পরিচালনা করে। জনগনের অকুন্ঠ ভালোবাসা, সমর্থন ও লাখো নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে বিএনপি আজ দেশের জনপ্রিয় অন্যতম রাজনৈতিক সংগঠন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৮ দিনের কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। কর্মসূচির প্রথম দিনে আজ ৩০ মে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধ্বনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ করা হবে। সকাল সাড়ে ১০টায় মহানগর বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল। বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে দু:স্থদের মাঝে খাবার বিতরণ। এরপর পর্যায়ক্রমে নগরীর ৫টি থানা, ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে দোয়া ও তবারক বিতরণ কার্যক্রম পরিচালতি হবে।

এছাড়া ৩১ মে (মঙ্গলবার) মহানগর বিএনপি’র উদ্যোগে বিকাল ৪টায় প্রেসক্লাবে “স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় শহীদ জিয়ার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও “প্রথম বাংলাদেশ”র মোড়ক উন্মোচন। ০১ জুন (বুধবার) মহানগর বিএনপি’র কার্যালয়ে বেলা ১১ টায় জাতীয়তাবাদী ছাত্রদল, মহানগর শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ২ জুন (বৃহস্পতিবার) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা।

০৩ জুন (শুক্রবার) খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে বিকাল ৪টায় মহানগর শ্রমিক দলের আলোচনা সভা। ০৪ জুন (শনিবার) মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিকাল ৪টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা। ০৫ জুন (রবিবার) মহানগর যুবদলের উদ্যোগে বিকাল ৪টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা। ০৮ (বুধবার) মহানগর মহিলা দলের উদ্যোগে বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে নগরীর সদর, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার সকল ওয়ার্ড ও ইউনিয়নে এতিম ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া ও বিভিন্ন উপসানালয়ে প্রার্থনা করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!