করোনার এই আবহে ক্রিকেট অঙ্গনে প্রতিটি বিদেশ সফরে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন জিম্বাবুয়ের সফরে কোয়ারেন্টাইনের সময় নিয়ে ধারনা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
জিম্বাবুয়েতে কোয়ারেন্টাইন আইন কী হবে- সে বিষয়ে নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত যা তথ্য আছে, জিম্বাবুয়েতে ৫/৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে আমাদের। দলে কোনো পরিবর্তন হলে তাদেরকও এর আওতায় আনা হবে। ‘
জিম্বাবুয়ে সফরে এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৯ জুন দেশ ছাড়বে বাংলাদেশ। সিরিজটি জুলাইয়ে শুরু হবে। যদিও আনুষ্ঠানিক সূচি এখনো ঘোষিত হয়নি।
খুলনা গেজেট/কেএম