খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

জাসদের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। সদ্য স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৩১ অক্টোবর এ সংগঠন আত্মপ্রকাশ করে। স্বাধীনতার পর অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠাই ছিল এ সংগঠনের লক্ষ্য। গেল ৪৯ বছরে আদর্শগত দ্বন্দ্বে এ সংগঠন একাধিকবার ভেঙ্গেছে।

গেল চার যুগের রাজনীতিতে আলোচ্য বিষয় ১৯৭৫ সালের ৩-৭ নভেম্বর, গণবাহিনী সৃষ্টি, ভারতীয় রাষ্ট্রদূত সমর সেনের হাইজ্যাক, জিয়াউর রহমানের আমলে নয় দলীয় জোট, ১৯৮০ সালে প্রথম দফা ভাঙ্গন, উপজেলা পদ্ধতি, সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলনে ১৫ দলীয় জোট গঠন, নয় দলীয় জোটকে কেন্দ্র করে এবং শ্রমিক শ্রেণির দল গঠনের লক্ষে ১৯৮০ সালের ভাঙ্গন দলকে বিপর্যয়ের দিকে নিয়ে যায়।

বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে বড় ধরণের অংশগ্রহণ থাকলেও দল বিকশিত হয়নি। ১৯৮৮ সালে সামরিক শাসনের অধীনে চতুর্থ জাতীয় সংসদের নির্বাচনে দলের সভাপতি আ স ম আব্দুর রবের অংশগ্রহণ এবং বিরোধী দলের ভূমিকা নিয়ে কর্মিদের প্রশ্নবানে জর্জরিত হতে হয়। ২০০৮ ও ২০১৪ সালে ১৪ দলের সাথে অর্ন্তভুক্ত হয়ে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশও সমালোচিত হয়। সব মিলিয়ে দলের মজবুত শক্তি ভীতে ধ্বস নামে। ১৯৭৬ সালের ২১ জুলাই মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টর কমান্ডার কর্ণেল (আবঃ) আবু তাহেরের মৃত্যুদন্ড এবং সে দিনের রাজনৈতিক সিদ্ধান্তের সঠিকতা নিয়ে দলের মধ্যে এখনও মতবিরোধ রয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের একাধিক গ্রুপ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের একটি বড় অংশ পেশাজীবীদের পার্লামেন্ট, খুলনা প্রদেশ গঠন ও জাতীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবিকে সামনে এনেছে।

এ উপলক্ষে বাংলাদেশ জাসদের খুলনা জেলা ও নগর শাখা শনিবার বিকেলে স্থানীয় শহীদ হাদিস পার্ক থেকে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে। জেএসডি’র জেলা ও নগর শাখা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে রবিবার অনুষ্ঠানমালার আয়োজন করেছে। কর্মসূচি শুরু হবে বেলা ১১ টায়। অনুষ্ঠানমালায় রয়েছে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন শোভাযাত্রা ও আলোচনা সভা। দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন। দলের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আফম মহসিন সভাপতিত্ব করবেন।

এদিকে জাসদ এর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেল ৪টায় এক বর্ণাঢ্য র্যা লী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খালিশপুর থানা জাসদ-এর আহ্বায়ক মোঃ আবু তালেব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি রফিকুল হক খোকন, ছাত্রলীগ (বিসিএল) কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও জাসদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোঃ হাসান, জাতীয় যুব জোট কেন্দ্রীয় সদস্য ও নগর সভাপতি মাসুদ রানা, যুব জোট নেতা মোঃ রানা, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, ছাত্র নেতা মোঃ রাশেদ, যুব জোট খুলনা জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ সাঈদ, মোঃ সুলতান, তানভীর হোসেন সেন্টু, মোঃ হৃদয় হোসেন, আলী রাজ প্রমুখ।

বক্তারা বলেন, হত্যা-নির্যাতন, সামরিক শাসন ও সাম্প্রদায়িক সন্ত্রাস বিরোধী সংগ্রামে হার না মানা দল বাংলাদেশ জাসদ। বাংলাদেশ জাসদ সর্বদা লড়াই সংগ্রামে সবসময়ে অগ্রগণ্য সৈনিক ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতে সে ধারা অব্যাহত রাখবে।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!