সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় জালালাবাদ হাউস মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ এপ্রিল) পৌনে ৪টায় লাগা এ আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টা প্রায় আধাঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জালালাবাদ হাউস মার্কেটের তৃতীয় তলা থেকে হঠাৎ ধোঁয়া দেখেতে পান নিচতলায় অবস্থানরত ব্যবসায়ী ও মার্কেটে আসা ক্রেতারা। এ সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন অনেকেই। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখ জানান, জালালাবাদ হাউস মার্কেটের তৃতীয় তলার একটি জুতার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে পুলিশ, ডিবি, এপিবিএন, সিআরটিসহ বেশ কয়েকটি বাহিনী সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য আসলেও তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। আর কী কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
ফায়ার সার্ভিস সিলেটের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, আগুন লাগার খবরে আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রথমদিকে প্রচুর ধোঁয়া ছিল পুরো মার্কেটজুড়ে। আমরা কাজ শুরু করার পর আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিন তলার একটি জুতার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে আমরা প্রচুর সিগারেটের অবশিষ্টাংশ পেয়েছি। জুতার গোডাউনের পাশের একটি স্কুল ড্রেসের দোকান ও কাগজের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সকল দোকানের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে আমরা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানাতে পারব।
খুলনা গেজেট/ এসজেড