খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩
খুলনা মহানগরী জামায়াতের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

জামায়াত কর্মী মানেই সমাজকর্মী: মাহফুজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ২০২৫ সালের সংগঠনের পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যেক দায়িত্বশীলকে ময়দানে তৎপর হতে হবে। জামায়াত কর্মী মানেই সমাজকর্মী। ফলে প্রত্যেক দায়িত্বশীলকে সমাজসেবামূলক কার্যক্রমে আত্মনিয়োগ করে গণজাগরণ তৈরি করতে হবে। বিপদগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে যেতে হবে। সমাজে পিছিয়ে থাকা মানুষের জন্য আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উপকরণ তুলে দিতে হবে। খুলনা মহানগরীর প্রত্যেকটি পাড়ায় মহল্লায়, ঘরে ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দিতে হবে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, নৈতিক আদর্শিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে। সমাজ পরিচালনায় সর্বস্তরে আল্লাহ ও তার রাসুল (সা.) এর একনিষ্ঠ আনুগত্য প্রতিষ্ঠার জন্য আমাদের নিরলসভাবে কাজ করে যেতে হবে। ধৈর্যশীলতা, দৃঢ়তা ও আল্লাহর ওপর নির্ভরতাকে অবলম্বন করে নিষ্ঠার সঙ্গে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আদর্শ নেতৃত্ব গঠনে দ্বীনের গভীর জ্ঞান অর্জনের মাধ্যমে স্ব স্ব জায়গায় নিজেদেরকে নেতৃত্বের উপযোগী করে করে গড়ে তোলাই আমাদের ভিশন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বক্তৃতা করেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা শেখ ওলিউল্লাহ, মাওলানা শাহারুল ইসলাম, অধ্যাপক ইকবাল হুসাইন, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী প্রমুখ।

মাহফুজুর রহমান আরও বলেন, সঠিক পরিকল্পনাই কাজের অর্ধেক। একটি ভালো ও বাস্তবসম্মত পরিকল্পনা সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সেবার মাধ্যমে জনগণের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌছে দিতে হবে। পরিকল্পনা অনুসারে কাজ করে আগামী দিনে মানুষের আকাঙ্খার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের তৃণমুল পর্যায়ে নিবিড় তত্বাবধান ও পরিচর্যার মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!