খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

জাতীয় সংসদে বাজেট পেশ ১ জুন

গেজেট ডেস্ক

আগামী ৩১ মে জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসবে। ওই দিন বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। পরদিন ১ জুন সংসদে আগামী ২০২৩-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতাবলে আজ রবিবার চলতি সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেছেন।

একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এর আগে সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বসা ১০ এপ্রিল সংসদের ২২তম অধিবেশন শেষ হয়।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জুন মাসের শেষ দিকে কোরবানির ঈদ থাকায় অন্যান্য বছরের তুলনায় কিছুটা আগেভাগে এবার বাজেট পাস হতে পারে। এ বছর বাজেট পেশও কিছুটা আগে হচ্ছে। ১ জুন বাজেট পাস হবে এবং ৪ জুন প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। সংসদ অধিবেশন শুরুর দিন সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!