ঝিনাইদহের হরিণাকুন্ডু থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালনে আলোচনা ও দোয়া অনুষ্ঠীত হয়েছে ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে থানা অফিসার্স কক্ষে অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা এর সভাপতিত্বে ও ওসি(তদন্ত) এনামুল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় সদ্য যোগদানকৃত ওসি আব্দুর রহিম মোল্লা বলেন একজন মুজিবের জন্ম না হলে এ জাতি একটি নিজস্ব পতাকা অর্জন সহ বাঙ্গালী জাতি মাথা তুলে দাড়াতে পারতোনা , এই মানচিত্র এই ভুখন্ড আমাদের থাকতোনা । তার আত্নার শান্তি কামনা করেন।
এসময় থানা সেকেন্ড অফিসার এসআই বিশ্বজিৎ পাল , এসআই জগদীশ চন্দ্র বসু , এসআই আলমগীর হোসেন , এসআই হুমাউন কবির , তাদের বক্তব্যে বাঙ্গালী জাতির জন্য বঙ্গবন্ধুর অবদান বিষয় তুলে ধরেন ।
এসময় হরিণাকুন্ডু থানার সকল অফিসার ও পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে থানা জামে মসজিদের ইমাম এর পরিচালনায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্য এবং ১৫ আগষ্টে শাহাদাত বরনকারী সকল শহীদেরআত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় ।
খুলনা গেজেট / এমএম