রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার হেফাজতে ইসলামের মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ভাসানী পরিষদ। সমাবেশের প্রধান অতিথি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রেস ক্লাবে প্রবেশ করার সময় পাঁচজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশের সঙ্গে বাদানুবাদ ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা। ফলে দুপক্ষে সংঘর্ষ শুরু হয়। এতে প্রেস ক্লাব এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, গতকালের (২৬ মার্চ) ঘটনার জেরে প্রেস ক্লাবের সামনে থেকে দুই-তিনজনকে আটক করেছি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিক্ষোভ সমাবেশে অংশ নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
খুলনা গেজেট/এনএম