খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  সোনারগাঁওয়ে টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
  আগামীতে সরকারের মেয়াদ হতে পারে চার বছর : আলজাজিরাকে ড. ইউনূস

জাতীয় ও স্থানীয় পর্যায়ে জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটে জাতীয় ও স্থানীয় পর্যায়ে জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদের স্থানীয় অভিযোজন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্স সেন্টারের উদ্যোগে নবপল্লব প্রকল্পের আায়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের মূল বিষয়গুলো উপস্থাপন করেন পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত।

তিনি বলেন, উপকূলীয় জেলা হওয়ায় বাগেরহাট জলবায়ু পরিবর্তন ও লবনাক্ততার কারণে খুবই ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। নবপল্লব প্রকল্পের অধীনে এই জেলার ৩টি উপজেলা অর্থাৎ মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জের স্থানীয় বাসিন্দাদের জলবায়ু পরিবর্তন জনিত ঝুকি মোকাবেলায় কাজ করা হবে। এই সময়ে সুপেয় পানির ব্যবস্থা এবং পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে টিকে থাকা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহন করা হবে। জলবায়ু পবির্তনের বিভিন্ন নেতিবাচক প্রভাবকে মোকাবেলা করার জন্য স্থানীয়ভাবে নেওয়া বিভিন্ন উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান এই জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ।

এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলী, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, মোংলা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. হাবিবুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, সাংবাদিক আলী আকবর টুটুলসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!