খুলনা, বাংলাদেশ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়ে‌ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

জাতীয় স্কুল ক্রিকেটে খুলনা জিলা স্কুলের জয়

ক্রীড়া প্রতিবেদক

তারুণ্যের উৎসব উদযাপনে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় খুলনা জিলা স্কুল ১৭৪ রানের বড় ব্যবধানে ইসলামাবাদ কলেজিয়েট স্কুলকে পরাজিত করেছে।

খুলনা জেলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা জিলা স্কুল ৪২.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৩৩ রান করে। দলের পক্ষে রহিত রায় সর্ব্বোচ ৫০ রান, সাজিদ আনজাম ৪৬ ও মেহেরাব হোসেন ৩৭ রান করে। ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের সাদাব ১৫ রানে ৩ ও জুনায়েদ ২৭ রানে ৩ উইকেট লাভ করে।

জবাবে ব্যাট করতে নেমে ইসলামাবাদ কলেজিয়েট স্কুল ২২.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৫৯ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে ত্রিশানজিৎ সর্বোচ্চ ১২ রান করে। খুলনা জিলা স্কুলের মানসিব ২৪ রানে ৭ উইকেট লাভ করে। বুধবার (১২ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায়, প্রাইম ব্যাংকের সহযোগিতায় এই ক্রিকেট টূর্নামেন্ট আয়োজন করেছে খুলনা জেলা ক্রীড়া সংস্থা।

খুলনা গেজেট/এম মিলন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!