খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ

জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ

শার্শা প্রতিনিধি

জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে সীমিত আকারে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে সারাদিন এ পথে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের সাথে আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। কাল রোববার সকাল থেকে স্বাভাবিক নিয়মে এ পথে বাণিজ্যিক কার্যক্রম চলবে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার সুপার নাসিদুল হক জানান, জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের সব ধরনের বানিজ্য বন্ধ থাকবে ।আগামী কাল রোববার থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
এদিকে, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান জানান, জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও সীমিত আকারে যাত্রী ভ্রমণের অনুমতি আছে, তারা যাতায়াত করতে পারবেন।
খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!