খুলনা, বাংলাদেশ | ২৬ মাঘ, ১৪৩১ | ৯ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ আর নেই
  চাকরিতে পুনর্বহাল হচ্ছেন ১৫২২ পুলিশ সদস্য
খুলনা বিভাগীয় পর্যায়ে বালক-বালিকা অনুর্ধ্ব-১৭ উদ্বোধন

জাতীয় গোল্ডকাপ ফুটবলে যশোরকে টাইব্রেকারে হারাল নড়াইল

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের বালিকা অনুর্ধ্ব-১৭’তে যশোর জেলা বালিকা দলকে টাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করেছে নড়াইল জেলা বালিকা দল। দিনের দ্বিতীয় ম্যাচে বালক বিভাগে নড়াইল জেলা টাইব্রেকারে ৪-৩ গোলে যশোর জেলা দলকে পরাজিত করেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বালক-বালিকা অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। এবারের টূর্নামেন্টে বালক-বালিকা অনুর্ধ্ব-১৭ বিভাগীয় পর্যায়ে অংশ নিয়েছে ২২ টি দল।

উদ্বোধনী ম্যাচে মঙ্গলবার সকালে বালিকা অনুর্ধ্ব-১৭ তে নড়াইল জেলা ও যশোর জেলা অংশ নেয়। নির্ধারিত সময়ে ম্যাচ ২–২ গোলে ড্র ছিল। ম্যাচের প্রথমার্ধের ২৪ মিনিটে নড়াইলের পক্ষে প্রথম গোল করেন এশা রানী সরকার। মাত্র এক মিনিটের ব্যবধানে ম্যাচের ২৫ মিনিট চলাকালে যশোরের পক্ষে ফাতেমা গোল করে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধের খেলা চলাকালে ৩২ মিনিটে সুমি খানম নড়াইলের পক্ষে গোল দিয়ে ২-১ গোল দিয়ে দলকে এগিয়ে রাখে। তবে তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নড়াইল বালিকা দল। ম্যাচের ৪১ মিনিটে যশোরের পক্ষে গোল দিয়ে ২-২ গোলে সমতায় ফেরান সুস্মিতা। নির্ধারিত সময় শেষে খেলা গড়াই টাইব্রেকারে। টাইব্রেকারে যশোর জেলা বালিকা দলকে ৩-১ গোলে পরাজিত করে নড়াইল জেলা বালিকা দল।

অপরদিকে মঙ্গলবার দুপুরে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নড়াইল জেলা ও যশোর জেলা বালক অংশ নেয়। নির্ধারিত সময়ে ম্যাচ ২–২ গোলে ড্র ছিল। ম্যাচের প্রথমার্ধের ২০ মিনিটে যশোরের পক্ষে প্রথম গোল করেন সিয়ান হোসেন। ৩৪ মিনিটের খেলা চলাকালে নড়াইলের পক্ষে নব সরকার গোল করে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধের খেলা চলাকালে ৪০ মিনিটে তামিম শেখ নড়াইলের পক্ষে গোল করে দলকে এগিয়ে রাখে। ম্যাচের ৫৫ মিনিটে যশোরের পক্ষে টাইব্রেকারের সুযোগ পেয়ে গোল দিয়ে ২-২ গোলে সমতায় ফেরান জিহাদ হোসেন। নির্ধারিত সময় শেষে খেলা গড়াই টাইব্রেকারে। টাইব্রেকারে নড়াইল জেলা ৪-৩ গোলে যশোর জেলা বালক দলকে পরাজিত করে।

এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ কুতুব উদ্দিন, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা বিভাগের উপপরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার, যুব উন্নয়ন অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোস্তাক উদ্দীন। এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন মুস্তা‌ফিজুর রহমান পলাশ, ত‌রিকুল ইসলাম, বিভাগীয় কোচ শেখ আশরাফ হো‌সেন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা ক্রীড়া অফিসার মো. বকতিয়ার রহমান গাজী।

খুলনা গেজেট/এম মিলন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!