খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

জাতির পিতার জন্মদিনে টুঙ্গিপাড়ায় আসছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

সলিল বিশ্বাস মিঠু, গোপালগঞ্জ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের জাতির পিতার জন্মদিনের সব কর্মসূচি তার জন্মস্থান টুঙ্গিপাড়ায় করার ঘোষণা হয়েছে। ‘হৃদয়ে পিতৃভূমি’ শিরোনামে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে এবার টুঙ্গিপাড়ায়।

এদিকে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধণসহ নানা উন্নয়নমূলক কাজ করা হয়েছে।

জাতীয় শিশু দিবসের আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সমাধি সৌধের ১ নং গেটে বিশালাকৃতির প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে সপ্তাহ ব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলায় নেওয়া হয়েছে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা।

এদিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১১ টায় রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌছাবেন। এরপর প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নিবেন। এ সময় তিন বাহিনী কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি সকাল সকাল ১১ টা ৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে ঢাকা উদ্দেশ্যে যাত্রা করবেন। এরপর দুপুর ১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আলোচনা সভায় যোগ দিবেন।

বিকেল ৩ টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী জাতীয় শিশু দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন। বিকেল ৫ টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোঃ নবীরুল ইসলাম ও মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোঃ সাইফুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে প্রেরিত এক ফ্যাক্স বার্তায় এসব তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জ গণপূর্ত বিভাগ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধণ এবং আলোচনাসভার জন্য প্যান্ডেল নির্মাণসহ যাবতীয় কাজ সম্পন্ন করেছে। বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স বর্ণিল আলোয় সাজানো হয়েছে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১৮ মার্চ কেন্দ্রীয় আওয়ামী লীগ, ১৯ মার্চ ছাত্রলীগ, ২০ মার্চ শ্রমিক লীগ, ২১ মার্চ কৃষক লীগ, ২২ মার্চ যুবলীগ, ২৩ মার্চ যুব মহিলা আওয়ামী লীগ, ২৪ মার্চ মহিলা আওয়ামী লীগ এবং ২৫ মার্চ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ১৯ থেকে ২৫ মার্চ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্যোগে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। লোকজ মেলা হবে ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় ব্যাপক আয়োজন করা হয়েছে।

টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বাগত জানিয়ে তোরণ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে বর্ণিল আলোকসজ্জ্বা করা হয়েছে। সড়কের দুই পাশ বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধাদের ছবি দিয়ে সাজানো হয়েছে।

 

এছাড়া টুঙ্গিপাড়া পৌর এলাকায় শোভাবর্ধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগমন কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রানচাঞ্চল্য দেখা যাচ্ছে।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের রাষ্টীয় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পর‌্যন্ত ৭৫ কিলোমিটার সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা দিয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আগামী ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর‌্যন্ত সপ্তাহ ব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে। এখানে ১০০ টি স্টল তৈরী করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য নিয়ে উদ্যোক্তা অংশ নিবেন। এছাড়া এখানে বিশালাকৃতি প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। এই প্যান্ডেলে দেশের খ্যাতনামা শিল্পীরা সংগীত ও সাংস্কৃতিক অনষ্ঠান অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আসবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পরিস্কার পরিছন্নতা, শোভাবর্ধন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। সমাধি সৌধ কমপ্লেক্স বর্ণিল আলোয় সাজানো হয়েছে। সমাধি সৌধের ১ নং গেটে আলোচনা সভার প্যান্ডেল নির্মাণ করা হয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ১৭ মার্চ টুঙ্গিপাড়া আসবেন। তাঁদের রাষ্টীয় বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!