চতুর্থ দিনে জয়ের ঘ্রাণ পাওয়া বাংলাদেশ পঞ্চম দিনে ব্যাট করতে নেমেই পথ হারিয়েছে। শুরুতেই ফিরে গেছেন জাকির হাসান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসে সঙ্গ দিচ্ছিলেন সাদমান ইসলামকে। তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি সাদমান। খুররম শেহজাদের বলে ২৪ রানে সাজঘরের পথ ধরতে হয় তাকে। তাতে খানিকটা চাপেই পড়ে গেছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের ১৮৫ রানের জবাবে ২ উইকেট খরচায় ৭১ রান। উইকেটে আছেন মুমিনুল হক ও শান্ত।
এর আগে চতুর্থ দিনে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রানের। যেই লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন জাকির ও সাদমান। স্কোরবোর্ডে ৪৩ রান জমা করার পর শুরু হয় বৃষ্টি। যা না থামলে দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেয় ম্যাচ অফিসিয়ালসরা।
তবে পঞ্চম দিনে জয়ের ঘ্রাণ নিয়েই খেলা শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনারে ভর করে দলীয় ফিফটি পায় বাংলাদেশ। জাকির নিজেও ছিলেন ফিফটির পথে। তবে হঠাৎই মির হামজার বলে থামতে হয় তাকে। ৫৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৭০ রানে এসে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
খুলনা গেজেট/এনএম