মোস্তাফিজের স্লোয়ারে বোল্ড হয়ে ফিরলেন জস ফিলিপে। বুঝতেই পারেননি ফিলিপে। খেলতে চেয়েছিলেন লেগ সাইডে; কিন্তু ব্যাটে-বল এক করতে পারেননি। দ্য ফিজের স্লোয়ার ভেঙে দেয় ফিলিপের লেগ স্ট্যাম্প। ১৪ বল খেলে তিনি ১০ রান সংগ্রহ করেন। দলীয় ৩১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে অস্ট্রেলিয়া।
এর আগে তৃতীয় ওভারে এসে ক্যারিকে সাজঘরে পাঠান স্পিনার মেহেদী। ক্যারি এর আগের ওভারেই নাসুমকে দুটি রিভার্সসুপে চার মেরেছিলেন; পরের ওভারে মাহেদীর বলে আর পারেননি। মাহেদীর আউটসাইড অফের বলে ক্যাচ তুলে দেন মিড অনে। তার ব্যাট থেকে আসে ১১ বলে ১১ রান।
এর আগে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। মঙ্গলবার (৪ আগস্ট) মাত্র ১৩১ রানের পুঁজি নিয়ে বাংলাদেশ জয় তুলে নেয়, যা অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয় এবং সবচেয়ে কম রান নিয়ে নিজেদের জয়ের রেকর্ড।