খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বিশ্ব শান্তি ও জলবায়ু সহনশীলতা অর্জনে আন্তর্জাতিক অঙ্গীকার সুসংহত করার আহ্বানের সাথে সংহতি রেখে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে বুধবার (২০ নভেম্বর) সাতক্ষীরার রাধানগরস্থ প্রানসায়ের খাল পাড়ে এক মানববন্ধন আয়োজন করা হয়। মালিএক্টর প্লাটফর্ম এবং ক্লাইমেট জাস্টিস ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, আজারবাইজানের রাজধানী বাকু’তে বসেছে বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ) এর ২৯তম সংস্করণ। বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ সমূহের বিপদাপন্ন জনগোষ্ঠীর জন্য জলবায়ু তহবিলের অর্থের ন্যায্য হিস্যা প্রাপ্তি নিশ্চিতকরণ করতে হবে। একই সাথে বিশ্বের প্রধান গ্রীনহাউজ গ্যাস নির্গমনকারী শিল্পোন্নোত দেশগুলিকে কার্বণ নিঃসরণ কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা ১.৫o সেলসিয়াসের মধ্যে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জলবায়ু ক্ষতিগ্রস্থ দেশ হিসাবে আমাদের ক্ষতিপূরণ দাবি করেন বক্তারা।

ম্যাপের যুগ্ম আহবায়ক ভারতেশ্বরী বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বদেশ এর নির্বাহি পরিচালক মাল্টি এক্টর প্লাট ফর্ম (ম্যাপ) নেতা মাধব চন্দ্র দত্ত, ম্যাপ এর সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার সুমন, নাগরিক নেতা আলি নুর খান বাবু, ভূমিহীন নেতা কাওছার আলী, আবদুস সামাদ, বারসিকের যুব প্রতিনিধিবৃন্দ, শারীরিক প্রতিবন্ধী বাযেজিদ হোসেন, ম্যাপ সমন্বয়ক বাহালুল আলম, যুব প্রতিনিধি মুসলিমা খাতুন, মাহিদা রহমান প্রমূখ।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!