খুলনা, বাংলাদেশ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ৩০ মে, ২০২৩

Breaking News

  ফরমায়েশি রায় দিয়ে বিএনপি’র আন্দোলন দমাতে চায় সরকার : ফখরুল
  দূর্নীতি মামলায় বিএনপি নেতা টুকুর ৯ বছরের এবং আমানের ১৩ বছরের কারাদণ্ড হাইকোর্টে বহাল, দু’জনকেই ২ সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ
  টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ বসতঘরে, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল মা-মেয়ের

জমি ভাগাভাগি নিয়ে ভাবিকে পিটিয়ে খুন

গেজেট ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরধরে ভাবীকে পিটিয়ে হত্যা করেছেন দেবর। শনিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরগাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান।

নিহত ওই নারীর নাম নাজমা আক্তার (৩৫)। তিনি দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবরগাড়া গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রীর। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে গিয়াস উদ্দিনের সাথে তার আপন ছোট ভাই শাহীন ও তুহিনের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে শাহীন ও তুহিন বাঁশ দিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী নাজমা আক্তারের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই নাজমা আক্তারের মৃত্যু হয়।

নিহত নাজমা আক্তারের ছেলে মুস্তাকিন বলেন, পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে ২০১৪ সাল থেকে আমার বাবার (গিয়াস উদ্দিন) সঙ্গে চাচা শাহীন ও তুহিন উদ্দিনের বিরোধ শুরু হয়। বাড়ির সেই জমি নিয়ে আজ বিকেলে আমার মাকে বাঁশ দিয়ে মেরে হত্যা করে শাহীন ও তুহিন। আমি তাদের শাস্তি চাই।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!