খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার
  ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক আটক
  সচিবালয়ের আগুন সোয়া ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

‘জমি অধিগ্রহণ করতে প্রশাসনকে দুই দিনের আল্টিমেটাম খুবি শিক্ষার্থীদের’

খু‌বি প্রতি‌নি‌ধি

খুলনা বিশ্ববিদ্যালয় সম্প্রসারণের নিমিত্তে মৎস্য খামার ব্যবস্থাপকের কার্যালয় এবং ২০৩ একর জমি অধিগ্রহণে প্রশাসনের উদাসীনতা ও দীর্ঘসূত্রিতার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (৩ নভেম্বর) দুপুরে শহীদ মীর মুগ্ধ তোরণে এই মানববন্ধনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি মানতে দুই দিনের আল্টিমেটাম দিয়েছে প্রশাসনকে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র আজাদ মিয়া বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় দেশের একটি অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু বর্তমানে এটি মাত্র ১০৬ একর এলাকায় সীমাবদ্ধ। এর ফলে একাডেমিক ভবন, খেলার মাঠ এবং গবেষণার জন্য প্রয়োজনীয় জমির অভাব দেখা দিচ্ছে, যা বিশেষভাবে ফরেস্ট্রি ও মৎস্য ডিসিপ্লিনের শিক্ষার্থীদের জন্য বিপর্যয়কর।’

তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে জানান, ‘আমরা পূর্বে বহুবার বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সম্প্রসারণের ক্ষেত্রে অবহেলা সহ্য করেছি। এবার আমরা দুই দিনের আল্টিমেটাম দিচ্ছি। আবহাওয়া ও মৎস্য অধিদপ্তর থেকে জমি অধিগ্রহণের পদক্ষেপ নিতে হবে। যদি আমাদের দাবি পূরণ না হয়, তৃতীয় দিন থেকে ক্লাস, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম সম্পূর্ণরূপে বর্জন করা হবে। প্রয়োজনে আমরা শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে যাব।’

আজাদ আরও বলেন, ‘আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকতে প্রস্তুত। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা পিছু হটবো না।’

এই মানববন্ধন শিক্ষার্থীদের সংকল্পের প্রতিফলন, যা তাদের প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অবিরাম সংগ্রামের প্রমাণ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!