জন্মদিনে নিজ সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালবাসায় সিক্ত হলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মোজাম্মেল হক।সোমবার (১৫ জানুয়ারি) তাঁর জন্মদিনে সকাল থেকে কেএমপি’র সদরদপ্তরস্থ কার্যালয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সাংবাদিক এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে কেএমপি কমিশনার সশ্রদ্ধ চিত্তে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে কেক কাটেন।
পুলিশ কমিশনার পাবনা জেলার ভাঙ্গুড়া থানার কাশিপুর গ্রামে নানার বাড়ির মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি বেড়ে উঠেছেন চাটমোহর থানার সাহাপুর গ্রামে পিতামহের সম্ভ্রান্ত পরিবারে। কেএমপি’র কমিশনারের সহধর্মিণী পুনাক সভানেত্রী সুলতানা হক। এ দম্পত্তি ব্যক্তিগত জীবনে তিন সন্তানের পিতা-মাতা।
মোজাম্মেল হক বাংলাদেশ পুলিশের একজন দক্ষ, মেধাবী, বিনয়ী ও পেশাদার পুলিশ কর্মকর্তা। তিনি ইতিপুর্বে জয়পুরহাট, বগুড়া এবং নওগাঁ জেলার পুলিশ সুপার ছিলেন। এছাড়াও তিনি RAB-০৪ ও RAB-১৩ এর কমান্ডিং অফিসার এবং পরবর্তীতে হাইওয়ে পুলিশেও সুনামের সাথে চাকুরি করেছেন। তিনি তার জন্মস্থান পাবনায় ও পাবনার বাইরে অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং সেবাধর্মী প্রতিষ্ঠানের সংগে জড়িত।
খুলনা গেজেট/কেডি