খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬
টিসিবির পেঁয়াজ কান্ড

জনপ্রতি ১২ কেজি পেঁয়াজ না নিলে দেয়া হচ্ছেনা অন্যান্য পণ্য

কালীগঞ্জ প্রতিনিধি

জনপ্রতি ১২ কেজি পেঁয়াজ নিতে হবে। নইলে তেল, চিনি ও ডাল দেওয়া যাবে না। টিসিবির পণ্য বিক্রয়ে ৪ শ ৪০ টাকার প্যাকেজ করা হয়েছে। ওই প্যাকেজে বাধ্যতামুলক ১২ কেজি বিদেশি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল নিতে হবে। শুক্রবার বিকালে ট্রাকে করে কালীগঞ্জে টিসিবির পণ্য বিক্রি করতে আসা ঝিনাইদহের মানিক ট্রেডার্স নামে ডিলারের লোকজন এমন ঘোষনা দিয়ে এক “পেঁয়াজ” কান্ড ঘটিয়েছেন।

তবে কিছু সময় পর এ নিয়ে ক্রেতারা বিষয়টি কালীগঞ্জ ইউএনওকে অবহিত করার বিষয়টি আচ করতে পেরেই অল্প কিছু পণ্য বিক্রি করে তারা ট্রাক নিয়ে সটকে পড়েন। এভাবেই কালীগঞ্জ সহ জেলার টিসিবির ডিলাররা পণ্য বিক্রিতে সাধারণ ক্রেতাদের সাথে প্রতারনা করে চলেছেন।

ভূক্তভোগীদের মধ্যে ফিরোজ আহম্মেদ নামে এক ক্রেতা জানান, শুক্রবার বিকালে কালীগঞ্জ শহরের বৈশাখী মোড়ে টিসিবির পণ্য বিক্রি করতে আসেন ঝিনাইদহের ডিলার মানিক ট্রেডাস। এ সময় তারা প্রতিজন ক্রেতাকে বাধ্যতামুলক ১২ কেজি পেঁয়াজ নিতে হবে বলে জানায়। এবং যদি কেহ পেঁয়াজ না নেয় তাহলে তাদের অন্যান্য পণ্য তেল, চিনি ও ডাল বিক্রি করবে না বলে ঘোষণা দেয়। এসব কথা শুনে উপস্থিত ক্রেতাদের মধ্যে অনেকেই পণ্য না নিয়েই খালী হাতে ফিরে যায়। কিন্তু কেউ কেউ পণ্য না কিনতে পেয়ে ডিলারের লোকজনের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন।

এমন পরিস্থিতি ও জটলা দেখে সেখানে এগিয়ে আসেন গনমাধ্যমের এক কর্মী। তিনি তাৎক্ষনিক ওই বিষয়টি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে জানতে পারেন, জনপ্রতি ৫ কেজি পণ্য বিক্রির নিয়ম রয়েছে। পণ্য বিক্রয়ে প্যাকেজ বা বাধ্যতামুলক করা হয়নি। এরিমধ্যে প্রশাসনকে অবহতির বিষয়টি আচ করতে পেরে ডিলারের লোকজন তড়িঘড়ি করে তাদের কিছু পণ্য ক্রেতাকে দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

এমন বিষয়টি নিয়ে টিসিবির ডিলার ঝিনাইদহের মানিক ট্রেডাসের স্বর্তাধিকারী শরিফুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, পেঁয়াজ বিক্রি না হওয়াতে গোডাউনে থেকে নষ্ট হচ্ছে। এজন্য আমরা ক্রেতাদের পেঁয়াজ নিতে ৪৪০ টাকার প্যাকেজ করেছি। আর ঝিনাইদহ শহরের টিসিবির ডিলার হয়ে কালীগঞ্জ উপজেলা শহরে পণ্য বিক্রি করার অনুমতি আছে কি ? এমন প্রশ্নের উত্তরে বলেন, টিসিবির কর্মকর্তা রানা সাহেব তাকে বাইরের উপজেলাতে গিয়ে পণ্য বিক্রির অনুমতি দিয়েছেন।

এ বিষয়ে জানতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্না রানী সাহার সাথে কথা বললে তিনি জানান, একজন ক্রেতার নিকট ৫ কেজির বেশি টিসিবির পণ্য বিক্রি করা যাবে না। প্রতি ক্রেতাদের ১২ কেজি পেঁয়াজ নিতে হবে এমন কোন নিয়ম নেই। এমন অনিয়মের বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন বলে জানান।

খুলনা গেজেট/কেএম

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!