খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত
  খুলনার ফুলতলা উপজেলায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা
  সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে পুনর্নির্ধারণ

জননিরাপত্তায়  নাগরিকদের সহযোগিতার আহ্বান কেএমপি কমিশনারের

গেজেট ডেস্ক

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, জননিরাপত্তার দায়িত্ব শুধুমাত্র পুলিশ বাহিনীর একার নয়। এক্ষেত্রে নাগরিকদেরও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে। তাহলেই জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে পুলিশ স্বাভাবিক দায়িত্ব পালনে বিরত থাকলেও বর্তমানে তারা কাজে ফিরেছে। ভেঙ্গে পড়া মনোবলও ধীরে ধীরে ফিরে আসছে। ফলে সারাদেশের মত খুলনায়ও ভেঙ্গেপড়া আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতির চেষ্টা করা হচ্ছে। থানায়ও স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। তবে ৫ আগস্ট পূর্ববর্তী পুলিশ আর বর্তমান পুলিশের কাজে পার্থক্য রয়েছে। যে পুলিশ সদস্যরা চাকরির বাইরে ব্যক্তিগত স্বার্থে বা কোন পক্ষের হয়ে বেআইনী কর্মকান্ডে লিপ্ত হবেন তার চাকরি থাকবে না। পুলিশে চাকরি করার জন্য বহু শিক্ষিত বেকার যুবক রয়েছে- তারা চাকরি করবে।

সোমবার (০৭ অক্টোবর) নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘জননিরাপত্তা বিঘœকারী বিষয় চিহ্নিতকরণ ও সমাধানে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) খুলনা এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এফসিডিও’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেইস) প্রকল্পের সহায়তায় এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেহানা ঈশা। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যাফ সদস্য ও দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং ম্যাফ’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ।

অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও নাগরিক ঐক্য খুলনা মহানগর শাখার সদস্য সচীব কাজী মোতাহার রহমান বাবু, খুলনা জেলা ইমাম পরিষদের জয়েন্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা নাজমুস সউদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ম্যাফ’র যুগ্ম সম্পাদক শেখ সাদি, মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি বেলাল হোসেন, হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদের নেতা বিমান বিহারী অমিত, ম্যাফ সদস্য ও কালের কণ্ঠের রিপোর্টার কৌশিক দে , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মাদ হেলাল, সাইফ খান, সাজিদুল ইসলাম বাপ্পি, সোস্যাল এক্টিভিস্ট জোবাইয়া নওশিনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের বিভিন্ন কলেজ- বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক পরিবেশে নাগরিক নিরাপত্তাসহ সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!