খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

জনতা ব্যাংক পিএলসি, খুলনা বিভাগের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) নগরীর একটি অভিজাত হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন এফসিএমএ, এফসিএ, সিএফও (ডিএমডি) মোঃ নুরুল আলম ও ডিএমডি মোঃ রমজান বাহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ আবদুর রাজ্জাক।

অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগের আওতাধীন সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণের সাথে আঞ্চলিক সার্বিক অবস্থা ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে দিক নির্দেশনা প্রদান করেন।

সম্মেলনে খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন খুলনা কর্পোরেট শাখা এবং খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট এরিয়ার নিয়ন্ত্রণাধীন শাখার ব্যবস্থাপকসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!