খুলনা, বাংলাদেশ | ১৯ মাঘ, ১৪৩১ | ২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  জয়পুরহাটে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত
  রাজধানীর হাতিরঝিলের ফুলনপুরায় দুর্বৃত্তের গুলিতে আহত ২

জনগণের ঐক্যে ভয় পেয়েছে সরকার : ফখরুল

গেজেট ডেস্ক

জনগণের মধ্যে সরকারবিরোধী ঐক্য তৈরি হয়েছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভয় পেয়েছে বলেও দাবি তার।

জাতীয় প্রেস ক্লাবে সোমবার সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে সবচেয়ে ভয় পেয়েছে তারা (সরকার) এ জন্য যে, জনগণের মধ্যে একটি ঐক্য সৃষ্টি হয়েছে। জনগণের ঐক্য বহাল থাকলে সরকারের পতন হবে।

‘কারণ আমরা বিশ্বাস করি, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্য সৃষ্টি হবে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আমরা এই সরকারকে ভেঙে, সত্যিকার অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব।’

দলের সাম্প্রতি আন্দোলন কর্মসূচির প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের আন্দোলনে জনগণ এখন সম্পৃক্তভাবে নেমে আসছে। কিন্তু আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী বাহিনী জনগণের ওপর লেলিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করছে।

‘বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ আক্রমণ চালাচ্ছে। পুলিশ বিভিন্ন জায়গায় গুলি করছে এবং আমাদের বহু নেতা-কর্মীকে আহত করেছে।’

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সর্বশেষ অবস্থা জানান তিনি। বলেন, ‘বিএনপি চেয়ারপারসন আবার হাসপাতালে ভর্তি হয়েছেন, কারণ উনার স্বাস্থ্যের অবনতি হয়েছে।’

তিনি বলেন, ‘অমরা দীর্ঘকাল ধরে খালেদা জিয়ার মুক্তির সংগ্রাম করছি। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা আমরা বলছি। এই সরকার যারা নির্বাচিত নয় জনগণের প্রতি দায়িত্ববোধ নেই, তারা মনে করে খালেদা জিয়া তাদের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধক।’

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!