লাখ লাখ মুসল্লির আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হলো দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দান। এই ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন লাখো মানুষ। নির্ধারিত সময় সকাল ৯টায় এই নামাজ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে ঈদের নামাজে প্রায় ছয় লাখ মুসল্লি নামাজ আদায় করেন বলে জানিয়েছেন আয়োজকরা। কঠোর নিরাপত্তাব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষ।
সকাল ৯টায় ঈদের নামাজ শুরু হওয়ার নির্ধারিত সময় থাকলেও সকাল সাড়ে ৬টা থেকে মুসুল্লিরা মাঠে আসতে শুরু করেন। ৯টা বাজার আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শিশু থেকে বৃদ্ধ ও তাদের আত্মীয়-স্বজন নিয়ে জায়নামাজ নিয়ে বসে পড়েন মাঠের লম্বা দাগ দেওয়া কাতারে।
বিচারপতি এনায়েতুর রহিম, তার ভাই সংসদ সদস্য ও জাতীয় সংদের হুইপ এম ইকবালুর রহিম, দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ঈদের নামাজে অংশ নেন।
খুলনা গেজেট/কেডি