ফরিদপুরের ভাঙ্গায় নিজের ছেলের ধারালো অস্ত্রের আঘাতে কিবরিয়া ফকির (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌরসদরের ছেলেধরচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে নিজের বাবাকে আঘাত করেন ছেলে নাঈম ফকির (১৯)। এতে বাবা কিবরিয়া ফকির গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মঈন আহমেদ সেতু বলেন, কিবরিয়া ফকিরের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া বলেন, পারিবারিক কলহে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।