বাগেরহাটে চোখে টর্চলাইট মারাকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা (৩৮) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (০২ জুলাই) রাতে কচুয়া উপজেলার মাঠ রাড়িপাড়া এলাকায় আব্বাস শেখ (৪৮) নামের এক ব্যক্তির ছুড়িকাঘাতে ওই রাজমিস্ত্রির মৃত্যু হয়। ছুরিকাঘাতকারী আব্বাস শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
নিহত আনোয়ার মোল্লা মাঠরাড়িপাড়া এলাকার মৃত সোহরাব মোল্লার ছেলে। আটক ছুরিকাঘাতকারী আব্বাস শেখ উপজেলার চান্দেরখোলা গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, আব্বাস খুবই দূরন্ত প্রকৃতির লোক। সব সময় তার কাছে ছুরি থাকে। আজকে তুচ্ছ ঘটনা নিয়ে ছুরিকাঘাত করে আনোয়ার মোল্লাকে মেরে ফেলেছে। এর আগেও কয়েকজনকে মারধর করার অভিযোগ রয়েছে আব্বাসের বিরুদ্ধে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, চোখে লাইট মারাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আনোয়ার মোল্লার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছুরিকাঘাতকারী আব্বাস মোল্লাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।